শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য, আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা
ঢাকা: পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুফতি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে।
রোববার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন মহাজোটভুক্ত রাজনৈতিক দল তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সাইবার সিকিউরিটি ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
আসামি আকরামুজ্জামান ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি পিস টিভি বাংলার সাবেক স্পিকার।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শায়েখ আকরামুজ্জামান ইসলাম ধর্মের পবিত্র রাত ‘শবে বরাত’ নিয়ে বলেছেন, ‘১৪ই সাবান তথা শবে বরাতের রাত্রিতে এভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যা খানায় সময় কাটাই তারপরও ভালো এর চেয়ে, সারা রাত যদি সে বেশ্যা খানায় থাকে সেটাও ভালো’। একই বক্তা অন্য জায়গায় আরও বলেন, ‘শবে বরাত জিনার চেয়েও খারাপ’।
তাই তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় অভিযোগ আনা হয় বলে জানান বাদী।