বিনোদন

শাকিব খানের পর এবার ‘শাবনূর সপ্তাহ’

গেল জুলাই মাসে এক সপ্তাহে সুপারস্টার শাকিব খানের সাতটি সিনেমা প্রচার করে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত। সেই সপ্তাহকে ‘শাকিব সপ্তাহ’ নামকরণ করেছিল চ্যানেল কর্তৃপক্ষ।

এবার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরে ভক্তদের জন্য এলো সুখবর। কারণ একইভাবে ‘শাবনূর সপ্তাহ’র ঘোষণা দেওয়া হয়েছে।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৩ আগস্ট) থেকে শুক্রবার (৯ আগস্ট) প্রতিদিন দুপুর ২টায় শাবনূর অভিনীত ৭টি বাংলা সিনেমা প্রচার করবে তারা।

এর মধ্যে ৩ আগস্ট প্রচার হবে আরিফ মাহমুদের পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’। সিনেমাটিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। ৪ আগস্ট প্রচার হবে ওয়াকিল আহমেদের পরিচালিত ‘ভুলোনা আমায়’। এতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসানসহ অনেকে।

৫ আগস্ট প্রচার হবে এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না ও মৌসুমী। ৬ আগস্ট একই নির্মাতার সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ প্রচার হবে। যেখানে অভিনয় করেছেন শাবনূর, মান্না ও পূর্ণিমা।

৭ আগস্ট আবিদ হাসান বাদল পরিচালিত ‘তুমি শুধু তুমি’ সিনেমাটি প্রচার হবে। শাবনূর, রিয়াজ ছাড়াও অমিত হাসান রয়েছেন এই সিনেমায়। ৮ আগস্ট থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

সপ্তাহের শেষ সিনেমা হিসেবে প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটি নির্মাণ করেছেন শাহ মো: সংগ্রাম। রোমান্টিক ঘরনার সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। এতে আরও দেখা গেছে সাহারা, ওমর সানি, কাজী হায়াৎ, আনোয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *