শান্তিরক্ষী মিশনে আরও বেশি নারী পাঠাবে সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিরক্ষী মিশনে আরও বেশি নারী পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেই লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার।
বুধবার (২৯ মে) সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, এখন শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ৪ হাজার ৯৬ জন নারী কাজ করছেন। ভবিষ্যতো আরও নারীদের পাঠাতে কাজ করছে সরকার।
আন্তরিকতার সঙ্গে বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করে যাচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিশ্ব দরবারে সবাই বাংলাদেশি সেনাবাহিনীর প্রশংসা করছে। এ সময় যাঁরা বিশ্বশান্তি রক্ষার যারা জন্য জীবন দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সারা বিশ্বের সংঘাত পরিহার করে অস্ত্র কেনার টাকা দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।