জাতীয়

শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের ভিড়

আজকের পর থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। শেষ দিনে মালয়েশিয়া যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন হাজারও কর্মী।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল থেকে এর মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে মালয়েশিয়ায়গামী ৩টি ফ্লাইট। রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও ৪ টি। এসব ফ্লাইটে যেতে পারবেন দেড় হাজার কর্মী। ফলে ভিসা এবং অনুমতি থাকার পরও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে ৩১ হাজার ৭০১ জন কর্মীর।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, গত ২১ মে পর্যন্ত পাঁচ লাখ ২৪ হাজার ৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত দেশটিতে পৌঁছায় চার লাখ ৯১ হাজার ৭৪৫ জন৷।

গত ২০ মে মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় ৩১ মে’র পর থেকে বাংলাদেশসহ ১৫ দেশ থেকে কোনো কর্মী নেবে না তারা। ফলে আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *