দেশজুড়ে

শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরায় বসবাসরত ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উদ্যোগে সার্বিক সহযোগিতায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এই বৃহৎ শিল্পগোষ্ঠী।

কর্মসূচির আওতায় কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় আপাতত শুকনা খাবারসহ আরও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ২৫ হাজার প্যাকেট ত্রাণ দেওয়া হচ্ছে।

ত্রাণ বিতরণের বিষয়ে শুক্রবার (২৩ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপ তাদের পাশে থাকায় ধন্যবাদ জানান।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলার লাখ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বসুন্ধরায় বসবাসরত সাধারণ শিক্ষার্থীরা। বন্যার্তদের পাশে থাকার জন্য বসুন্ধরার কাছে সহায়তা চান শিক্ষার্থীরা। তাদের আবেদনে খুব দ্রুত সাড়া দেয় বসুন্ধরা গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *