শিল্পকলায় শাস্ত্রীয় নৃত্য কর্মশালা
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ১৭, ১৮ ও ১৯ মে তিন দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক স্বপন দাশ ও প্রশিক্ষক প্রমা অবন্তী।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।
তিনি বলেন, নৃত্য হলো দেহের সঙ্গীত। চোখ, হাত, পা, সারা দেহ সঞ্চালনের শৈল্পিক রূপটি নৃত্যের মধ্য দিয়ে প্রকাশ পায়। নৃত্যশিল্পীরা তাল ও লয়ের সামঞ্জস্যে কোন ঘটনা ও উপলব্ধিকে প্রাণবন্ত করে তুলেন। প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থীদের শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি, ঘরণা ও প্রকার সম্পর্কে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।