শীতের তীব্রতা বাড়বে ২০ ডিসেম্বর পর্যন্ত
আগামী এক সপ্তাহ দেশে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা কম। তাই এ সময় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। আবহাওয়াবিদরা এই আভাস দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৩ ডিগ্রি। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল রাতে বলেন, ‘সর্বনিম্ন তাপমাত্রা এখনো ১০ ডিগ্রির নিচে নামেনি। ২০-২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমবেশি একই রকম থাকবে। তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে।
তবে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা কম। এখন যেমন শীত অনুভব করছি আমরা আগামী এক সপ্তাহ এমনই থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপমাত্রা কখনো দশমিক ৫ বা ১ ডিগ্রি কমতে বা বাড়তে পারে।’
এদিকে আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি।
এদিকে চলতি মাসের শেষে বা আগামী বছরের জানুয়ারির শুরুর দিকে দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের হিসাবে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। মৃদু শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকে। এ ছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে তা মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি থাকলে তা তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৪ ডিগ্রির নিচে নামলে তখন তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।