রাজনীতি

শুক্রবার সারাদেশ মিছিল করবে বিএনপি

অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, দলের সকল রাজনৈতিক নেতার মুক্তি দাবি এবং ভোট বর্জনে চলমান অসহযোগের সমর্থনে সারাদেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কাল শুক্রবার (৫ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া, একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত। অর্থাৎ ভোটের দিন ৭ জানুয়ারি সারাদিন হরতাল পালন করবে দলটি। আর ভোটের আগের ১৮ ঘণ্টা এবং পরের দিন ৬ ঘণ্টা এই কর্মসূচি পালন করবে তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে বর্তমানে যে সেটআপ আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা না করতেও আহ্বান জানান বিএনপির এ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *