শুধু মুখে নয়, কাজেও ‘দশে ১০’ পূর্ণ করবঃ ফেরদৌস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী নির্বাচনে একগুচ্ছ চমক দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেখানে দলীয় মনোনয়নের ঘোষণায় তরুণ প্রজন্মের নতুন মুখের কাছে ধরাশায়ী হয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীও। সবমিলিয়ে সারা দেশে ৩০০ আসনে নৌকার মাঝি হওয়ার দৌড়ে শুধু রাজনীতিবিদ বাদে স্থান পেয়েছেন ব্যবসায়ী, খেলোয়াড়, সাবেক আমলা, শিক্ষক, চিকিৎসক ও চিত্রনায়ক।
সেই ধারাবাহিকতায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ আর ‘সুজন মাঝি’ ছবির নায়ক ফেরদৌস আহমেদ। সহজ সাবলীল বাচনভঙ্গি, চমৎকার অভিনয় আর সুন্দর দৈহিক সৌষ্ঠবের কারণে দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত ও জনপ্রিয় তিনি। একের পর এক ছবিতে দারুণ অভিনয় তাকে জনপ্রিয় করেছে এপার-ওপার দুই বাংলাতেই।
৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়বেন দর্শক নন্দিত এ অভিনেতা। এ আসনের মধ্যে রয়েছে- ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা। অভিনয়ের মাঠের ‘সুজন মাঝি’ থেকে রাজনীতির মাঠের ‘নৌকার মাঝি’ হওয়ার পথচলা এবং জনগণের সেবক হওয়ার জন্য ভোটের লড়াইয়ের যাত্রাপথের নানা অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ঢাকা পোস্টের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা, নবীন রাজনীতিবিদ ও ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফেরদৌস আহমেদ। দীর্ঘ আলাপচারিতায় তুলে ধরেছেন রাজনীতির মাঠে নিজ অবস্থান। সেই আলোচনার চৌম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরেছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মো. রাকিবুল হাসান তামিম।
ফেরদৌস আহমেদ : আলহামদুলিল্লাহ। খুব ভালো সাড়া পাচ্ছি। মাঠে নামার আগে যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সাড়া পাচ্ছি। আসলে আমি ভাবিনি মানুষ এত আপন করে আমাকে গ্রহণ করবে। আমি কেন সিনেমা ছেড়ে রাজনীতিতে এসেছি— মানুষ আমাকে এমন প্রশ্ন করবে ভেবেছিলাম। কিন্তু বাস্তবে দেখলাম আমার রাজনীতিতে আসার বিষয়টি মানুষ খুব সহজভাবে মেনে নিয়েছে এবং নিচ্ছে। তারা খুবই আন্তরিক। বলছে, জনপ্রতিনিধি হিসেবে আপনাকে পাশে চাই।