চট্টগ্রাম

শেখ হাসিনা একটি মানবিক বাংলাদেশ গড়তে চান: নাছির

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নছির উদ্দীন বলেছেন, আমরা এবং আগামী দিনের সন্তানেরা যাতে এই বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকতে পারি সেই জন্য অধিকার রক্ষায় যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তারেক সোলেমান সেলিম ছিলেন রাজনৈতিক নিবেদিত প্রাণকর্মী।

তিনি শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সংগঠক ছিলেন। এই হিসেবে তারেক সোলেমান সেলিম সত্যিকার অর্থেই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবপ্রেমিক ছিলেন।
শেখ হাসিনা একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এই প্রত্যয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মাহফিল পূর্বক এক স্মরণসভায় এসব কথা বলেন।

গণতন্ত্রের বিজয় হয়েছে জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী হয়েছেন। সকলের সমাধিকার রক্ষায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদেরকে মাঠে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মো. ইছা, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, মরহুমের সন্তান মাহিমিন তারেক রাতুল, সজীব তালুকদার, জহির উদ্দিন বাবর ও ইয়াছিন আরাফাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *