রাজনীতি

শ্রাবণকে দেখতে হাসপাতালে রিজভী

হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলককে দেখতে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (২২ মে) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তাদের দেখতে যান তিনি। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী-পুরুষসহ সমাজের তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, হামলা করে, নিপীড়ন-নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রাবণের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ মে) রাত সোয়া নয়টার দিকে রাজধানীর শাহবাগে শিল্পকলা একাডেমি গেটের উল্টো পাশের ফুটপাতে ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত হন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক। এর প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *