চট্টগ্রাম

ষোলশহরে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ উপলক্ষে আজ কেন্দ্রীয়ভাবে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামেও পালিত হবে এ কর্মসূচি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরের ষোলশহর স্টেশনে এ কর্মসূচি পালিত হবে বলে জানান কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আজ সারাদেশে ‘শহীদি মার্চ’ করবে ছাত্র-জনতা। চট্টগ্রামের ষোলশহরেও আজ বিকেল ৩টায় একই কর্মসূচি পালন করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর মধ্যদিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *