জাতীয়

সংরক্ষিত আসনে সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে আজই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

সংরক্ষিত নারী আসন বণ্টনে স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় ৫০ আসনের ৪৮টিই পায় ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পায় জাতীয় পার্টি। সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাই-বাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৪ ফেব্রুয়ারি বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনয়নপ্রাপ্তরা হলেন-

১. দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও

২. মোছাঃ আশিকা সুলতানা- নীলফামারী

৩. রেজিয়া ইসলাম- পঞ্চগড়

8. রোকেয়া সুলতানা- জয়পুরহাট

৫. কোহেলী কুদ্দুস- নাটোর

৬. জারা জাবীন মাহবুব- চাঁপাইনবাবগঞ্জ

৭. রুনু রেজা- খুলনা

৮. ফরিদা আক্তার বানু- বাগেরহাট

৯. মোসা. ফারজানা সুমি- বরগুনা

১০. খালেদা বাহার বিউটি- ভোলা

১১. নাজনীন নাহার রশীদ- পটুয়াখালী

১২. ফরিদা ইয়াসমিন- নরসিংদী

১৩. উম্মি ফারজানা ছাত্তার- ময়মনসিংহ

১৪. নাদিয়া বিনতে আমিন- নেত্রকোণা

১৫. মাহফুজা সুলতানা- জয়পুরহাট

১৬. পারভীন জামান- ঝিনাইদহ

১৭. আরমা দত্ত- কুমিল্লা

১৮. লায়লা পারভীন- সাতক্ষীরা

১৯. বেগম মন্নুজান সুফিয়ান- খুলনা

২০. বেদৌরা আহমেদ সালাম- গোপালগঞ্জ

২১. শবনম জাহান- ঢাকা

২২. পারুল আক্তার- ঢাকা

২৩. সাবেরা বেগম- ঢাকা

২৪. শাম্মী আহমেদ- বরিশাল

২৫. নাহিদ ইজাহার খান- ঢাকা

২৬. ঝর্না হাসান- ফরিদপুর

২৭. ফজিলাতুন নেসা- মুন্সীগঞ্জ

২৮. শাহিদা তারেখ দীপ্তি- ঢাকা

২৯. অনিমা মুক্তি গমেজ- ঢাকা

৩০. শেখ আনার কলি পুতুল- ঢাকা

৩১. মাসুদা সিদ্দীক রোজী- নরসিংদী

৩২. তারানা হালিম- টাঙ্গাইল

৩৩. বেগম শামসুর নাহার- টাঙ্গাইল

৩৪. মেহের আফরোজ- গাজীপুর

৩৫. অপরাজিতা হক- টাঙ্গাইল

৩৬. হাছিনা বারী চৌধুরী- ঢাকা

৩৭. নাজমা আক্তার- গোপালগঞ্জ

৩৮. রুমা চক্রবর্তী- সিলেট

৩৯. ফরিদুন্নাহার লাইলী- লক্ষ্মীপুর

৪০. আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর

৪১. কানন আরা বেগম- নোয়াখালী

৪২. শামীমা হারুন- চট্টগ্রাম

৪৩. ফরিদা খানম- নোয়াখালী

৪৪. দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম

৪৫. ওয়াসিকা আয়শা খান- চট্টগ্রাম

৪৬. জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ- রাঙ্গামাটি

৪৭. সানজিদা খানম- ঢাকা

৪৮. মোছা. নাছিমা জামান (ববি)- রংপুর

এ ছাড়া দুই জনকে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। সালমা ইসলাম ও নূরুন নাহার বেগমকে দুই আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *