রাজনীতি

সংরক্ষিত এমপি হতে আ. লীগের টিকিট চান ১৫৪৯ নারী

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১ হাজার ৫৪৯ নারী। ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে তারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এর আগে, সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়নপত্র বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়।

গত মঙ্গলবার থেকে আজ বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা কার্যক্রম চলে। এরমধ্যে প্রথম দিনে ৮১০টি, দ্বিতীয় দিনে ৫২২টি এবং আজকে ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

দলটি এবার প্রতিটি মনোনয়নপত্র বিক্রি ৫০ হাজার টাকায়। এ হিসাবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগের কোষাগারে জমা হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের টিকিটে সংসদে যেতে চাওয়া নারীদের মধ্যে রাজনীতিবিদ, পেশাজীবীর পাশাপাশি তারকারাও রয়েছেন। এছাড়া, তৃতীয় লিঙ্গের কয়েকজনও মনোনয়নপত্র নিয়েছেন। তারকাদের মধ্যে মনোনয়ন ফরম কিনেছেন লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, অপু বিশ্বাস, তারিন জাহান, নিপুণ, শামিমা তুষ্টি, সিমলা, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহনূর ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তাতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এবার আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। বাকি দুই আসন পাবে জাতীয় পার্টি। জাতীয় নির্বাচনের ফল প্রকাশের ৯০ দিনের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *