রাজনীতি

‘সমন্বয়ক পরিচয়ে বিতর্কিত কর্মকাণ্ড করলে ছাড় নয়’

ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে সমন্বয়ক পরিচয়ে বিতর্কিত কর্মকাণ্ড করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলার সমন্বয়ক মো: আশিকুল ইসলাম আশিক।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার ইউসি উচ্চ বিদ্যালয় ও রাঘবপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ও মন্দির প্রাঙ্গণে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মো: আশিকুল ইসলাম আশিক বলেন, শুনেছি আমার নাম ও পরিচয় ব্যবহার করে একটি অসাধুচক্র নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড করছে। আমি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমিসহ অন্য সমন্বয়কদের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না।

সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন এই ছাত্রনেতা।

এ সময় বৈষম্যবিরোধীদের পক্ষ থেকে স্থানীয় মসজিদ, মন্দির ও মাদরাসা প্রাঙ্গণে নানান জাতের বনজ ও ফলজ গাছের শতাধিক চারা রোপণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আলী হোসাইন, ফাহমিদ রেদওয়ান, জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সমন্বয়ক আশিকুল ইসলাম বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে আমরা জেলার প্রতিটি মসজিদ, মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে এই কর্মসূচি প্রত্যেকটি উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *