চট্টগ্রাম

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী পরিচিতি সভা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত হাশেম–জাবেদ–রুমেল পরিষদের প্রার্থী পরিচিতি সভা গতকাল বুধবার আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ। সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।

সভায় বক্তব্য দেন, মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মাহবুব উদ্দিন আহমদ, খোরশেদ আলম চৌধুরী, মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, রানা দাশগুপ্ত, নজমুল আহসান খান আলমগীর, হুমায়ন আকতার মোস্তাক, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান, এএইচএম জিয়াউদ্দিন, জসীম উদ্দিন আহমদ খান, মেজবাহ উদ্দিন চৌধুরী, নুরুল আলম চৌধুরী, ফখরুদ্দিন চৌধুরী, এম এ নাসের চৌধুরী, জাহাঙ্গীর আলম, কাজী মুহাম্মদ নজমুল হক, জহির উদ্দিন মাহমুদ, সভাপতি পদপ্রার্থী আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহম্মদ ফখরউদ্দিন জাবেদ, সহসাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান রুমেল। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, সুস্বপন বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আইনজীবী সমাজ গণতন্ত্র রক্ষায়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা রাখেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে আইনজীবীদের ভূমিকা অনন্য সাধারণ। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে সমন্বয় পরিষদের কোনো বিকল্প নাই। পরিচিতি সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচয় করিয়ে দেন মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *