সরকার পতনের পর সহিংসতায় মৃত্যু ২৩২
শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতের ঘটনায় বুধবার (৭ আগস্ট) পর্যন্ত আরও ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের বেশির ভাগই মারা গেছেন মঙ্গলবার। কেউ কেউ মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়।
সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ২৩২ জনের মৃত্যুর খবর জানা গেছে।
এর আগে কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সংঘাতে ৩২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গত ২৩ দিনে সারা দেশে মোট ৫৬০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রথম আলোর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
ঢাকার সাভারে সোমবারের সংঘাতে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে বুধবার। আর আগের দিন মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বন্দীরা পালানোর সময় কারারক্ষীদের গুলিতে ছয়জন মারা যান। সোমবারের সংঘাতে আরও ১০ জনের লাশ এসেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।