চট্টগ্রাম

সল্টগোলায় ট্রাকের পেছনে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল তেলবাহী ওয়াগন। গতি কম হওয়ায় ট্রাকের পেছনে ধাক্কা লাগলেও লাইনচ্যুতি কিংবা উল্টে যাওয়ার ঘটনা ঘটেনি। নেই কোন হতাহতও। লাইনে ওয়াগন আসার পরও রাস্তা কোন অংশে ব্যারিয়ার না ফেলায় এ দুর্ঘটনা।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রেন চলে এলেও লেভেলক্রসিংয়ের গেইট খোলা ছিল রাস্তার উভয় পাশেই। এসময় রেললাইন অতিক্রম করছিলো চট্টমেট্রো ড- ১১-৪৭৫৭ সিরিয়ালের একটি মাঝারি ট্রাক। রেললাইনের অংশ অতিক্রম করার আগেই একটি তেলবাহী ট্রেন এসে ওই ট্রাকের পেছনের অংশের ডান পাশে ধাক্কা দেয়। এসময় পাঁচ মিনিটের মতো বন্ধ হয়ে যায় রাস্তার উভয় পাশের যান চলাচল।

এর আগে, এর নগরের এই সল্টগোলা এলাকায় ট্রেন দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্য—বেশিরভাগ সময় ট্রেন চলে এলেও লেভেলক্রসিংয়ের গেট খোলা থাকে। আর ক্রসিংয়ের ওপরেই যানজটে আটকে থাকা যানবাহনের সারি থাকে। ফলে, চলন্ত ট্রেন প্রায়ই জ্যামের মধ্যে এসে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। এছাড়া একাধিক দুর্ঘটনার সাক্ষীও হয়েছেন তারা।

এর আগে, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়। এরপর একই বছরের ৬ এপ্রিল একই রুটে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

এর ঠিক দুইমাস পর ৯ জুন রাত ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগন একটি রাসায়নিকবাহী লরিকে ধাক্কা দেয়। এ সময় থেমে যায় ট্রেনটি। রাস্তায় উল্টে পড়ে লরিটি। সেটির নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে। পরে সেখান থেকে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়।

মূলত চট্টগ্রাম বন্দর থেকে মালামাল নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) পর্যন্ত কন্টেইনার ট্রেন চলাচল করে। যা ‘মালগাড়ি’ নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *