চট্টগ্রাম

সাউদার্ন ইউনিভার্সিটি ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহফুজুল হক, সাধারণ সম্পাদক হোটেল ট্যুরিজম ম্যানেজমেন্টের নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন ও মিনহাজ উদ্দিন নির্বাচিত হন।

নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তাহি চৌধুরী এবং নির্বাচন কমিশনার আলী আকবর।

আহ্বায়ক মোহাম্মদ জাহিদ’র সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কাউসার জনি সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অতিথিরা বক্তব্যে সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি মাহফুজুল হক বলেন, সংগঠনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে ফটিকছড়ির সকল শিক্ষার্থীর শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *