চট্টগ্রাম

সাগরের মাঝি-মাল্লাকে মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামুদ্রিক মৎস্য নৌযান মালিক ও মাঝিদের নিয়ে ‘মাছের আহরোনত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলা হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব ) ও জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষক ও সমন্বয়ক হিসেবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, চট্টগ্রাম বিভাগের সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিসারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সোনিয়া সুলতানা, মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম।

‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প’ এর সহযোগিতায় ১২টি ব্যাচে ২৫ জন করে মোট ৩০০ জন এই প্রশিক্ষণ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *