পার্বত্য চট্টগ্রাম

সাজেকে পর্যটকদের নিরাপত্তায় যোগ হলো দুটি গাড়ি

সাজেকে পর্যটকদের নিরাপত্তায় যোগ হলো দুটি গাড়ি

সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে দুইটি নতুন গাড়ি হস্তান্তর করেছে জেলা পুলিশ ও সাজেক রিসোর্ট মালিক সমিতি। গাড়ি দুটি রাঙামাটির সাজেকে পর্যটকদের নিরাপত্তায় টহল এবং স্কর্ট কার্যক্রম গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে বাঘাইহাট জোনে গাড়ি দুটি হস্তান্তর করেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

তিনি জানান, রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় টহল এবং স্কর্ট কার্যক্রম গতিশীল করতে সেখানে গাড়ি দুটি দেওয়া হয়েছে।

যার মধ্যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ০১ টি এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে ০১ টি সহ সর্বমোট ০২ টি নতুন গাড়ি সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এ সময় বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, সাজেক থানার অফিসার ইনচার্জ আবুল হাসান খান, দিঘীনালা থানার অফিসার ইনচার্জ নুরুল হকসহ সাজেক রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *