সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম উদয়পুর এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ১২০ জন রোগীর মাঝে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২০ ইসিবি।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উদয়পুর ২০ ইসিবি ক্যাম্প সংলগ্ন হ্যালিপ্যাডে চিকিৎসা সেবা প্রদান করেন মেজর নাসির উদ্দিন।
চিকিৎসা সেবা গ্রহণকারী উদয়পুর এলাকার বাসিন্দা ইন্দ্র চাকমা (৪৫), সোনাবী চাকমা (১৯) ও সোহেলী চাকমা (২৫) জানান, সাজেক পর্যটন এলাকাসহ পুরো উদয়পুর এলাকায় চিকিৎসা নেয়ার মত কোন জায়গা নেই। এখানে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণে স্থানীয়দের অনেক উপকার হয়েছে।
দুরহাবাছড়া এলাকার পাড়া প্রধান (কার্বারী) শান্তিময় চাকমা জানান, দুর্গম উদয়পুর এলাকায় যাত্রীবাহী গাড়ি চলেনা। কেউ অসুস্থ হলে ২৫-৩৫ কি.মি. পথ পাড়ি দিয়ে মাচালং গিয়ে চিকিৎসা নিতে যেতে হয়। চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করায় স্থানীয় দরিদ্র মানুষ অনেক উপকৃত হয়েছে।
২০ ইসিবি’র উদয়পুর ক্যাম্পে প্রকল্প কর্মকর্তা মেজর এইচ এম ইকরামুল হক জানান, তীব্র শীতের কারণে দুর্গম স্থানীয় জনগোষ্ঠীর সমস্যার কথা বিবেচনা করে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।