চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

সাজেক থেকে ফিরছেন আটকে থাকা পর্যটকরা

পানি কমতে শুরু করায় সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুরে সাজেক থেকে পর্যটকবাহী এবং ব্যক্তিগত গাড়িতে রওনা করেন পর্যটকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা।

মতিজয় ত্রিপুরা বলেন, বাঘাইহাট বাজারে পানি কমতে শুরু করায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেক থেকে পর্যটকবাহী স্কট রওনা করে। আমরা জানতে পেরেছি পর্যটকরা গঙ্গারামমুখ পর্যন্ত গাড়িতে যাবেন। এরপর ডুবে থাকা সড়কের অংশ নৌকায় পার হয়ে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা গাড়িতে করে খাগড়াছড়ি পৌঁছাবেন।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সড়কের পানি কমে যাওয়ায় সাজেকে আটকে পড়া গাড়ি পর্যটক নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বৃষ্টি না হওয়ায় পানি দ্রুত কমছে। আর বৃষ্টি না হলে আশা করছি বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *