সাতকানিয়ায় কোদালের কোপে কৃষক খুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক কৃষকের কোদালের কোপে ফজল আহমদ (৫২) নামে আরেক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
রবিবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপাড়ার তাঁতিপাড়া এলাকায় ঘাসের জমিতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কৃষকের নাম আবুল কাসেম (৫০)। তিনি একই এলাকার সাচি মিয়ার ছেলে। খুনের শিকার ফজল আহমদও ওই এলাকার আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে নিহত ফজল আহমদ ও গ্রেপ্তার আবুল কাসেমের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব ছিলো, আজ বিকেলে ঘাস কাটা নিয়ে তাদের মধ্যে মাঠে বসেই কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যা রুপ নেয় মারামারিতে। এসময় আবুল কাসেম ফজল আহমদের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে ফজলের মাথার খুলি ফেটে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, জায়গা জমি ও ঘাস কাটা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
নিহতের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।