সাতকানিয়ায় ১৬১ উপকারভোগী পেলেন সাড়ে ৪০ লাখ টাকা
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬১ জন উপকারভোগীর মাঝে ৪০ লাখ ৫৭ হাজার ২ শ টাকার চেক হস্তান্তর করেছেন বিট কাম চেক স্টেশন বন অধিদপ্তর। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় এ চেক হস্তান্তর করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে বড়দুয়ারা ইউনিয়নের বিট কাম চেক স্টেশনের আওতায় সুলতানপুর, পুরানগড়, চিতামুড়া এলাকার উপকারভোগীদের এ চেক বিতরণ করা হয়।
বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন বিট কর্মকর্তা মো. মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সহকারী বন সংরক্ষক কর্মকর্তা দেলোয়ার হোসেন, পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ও সাজেদুর রহমান।
সভায় বক্তারা পরিবেশ ও বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।