চট্টগ্রামসাতকানিয়া

সাতকানিয়ার একমাত্র চেয়ারম্যানকে সরাতে চান বিএনপি নেতা!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমানের অপসারণ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই চেয়ারম্যান।

সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যান মোরশেদুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। এরই প্রেক্ষিতে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগ দেন। সাতকানিয়া উপজেলার আমিই একমাত্র চেয়ারম্যান যাকে সরকার ইউপি চেয়ারম্যানের দায়িত্বে বহাল রেখেছেন।’

‘এমতাবস্থায় আমার ইউনিয়নের বাইরের কিছু লোকজন নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাকে অপসারণ করতে ইউএনও বরাবর আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়াও ওই স্বার্থান্বেষী মহল এ সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করেছে।–বলেন মোরশেদুর।

চেয়ারম্যান মোরশেদুর আরও বলেন, ‘বিএনপি ও জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত আমার এ ছদাহা ইউনিয়ন। নৌকা মার্কার প্রার্থীকে ঘায়েল করতে আমার পরিবারের সাথে যোগাযোগ করে অনেকটা জোর করে নির্বাচনে প্রার্থী করে প্রবল প্রতিরোধের মাধ্যমে আমাকে জিতিয়ে আনেন। এর পর থেকে এলাকার উন্নয়নের স্বার্থে তৎকালীন ক্ষমতাশীনদের সাথে যোগাযোগ করেছি। অনেক সময় এলাকার কাজের কথা বলতে গিয়ে বিএনপি-জামায়াতের প্রেতাত্মা উল্লেখ করে আওয়ামী লীগের কাছে হেনস্তার শিকার হয়েছি। অথচ বিভিন্ন অনুষ্ঠানে থাকা সেই সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আমার বিরুদ্ধে রাজনৈতিক রঙ লাগিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে ; যা দুঃখজনক, নিন্দনীয় ও ঘৃণ্য কাজ।’

মোরশেদুর বলেন, ‘‘আপনারা জানেন সাতকানিয়া বিএনপি চার গ্রুপে বিভক্ত। এর মধ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন জামাল হোসেন। অথচ অপর তিন গ্রুপের প্রধানরা আমাকে আশ্বস্ত ও প্রকাশিত সংবাদ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘এলাকায় আপনার জনপ্রিয়তা থাকলে আপনি অপসারণ হবেন কেন; এলাকার জনগণই নির্ধারণ করবে আপনি চেয়ারম্যান থাকবেন, নাকি অপসারণ হবেন।’ বিএনপি সে রাজনীতিতে বিশ্বাস করে না বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। এলাকার জনগণ যেহেতু আমার ওপর আস্থা ও আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে তাই অভিযোগ নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত ও চিন্তিত নই।’’

চেয়ারম্যান মোরশেদুর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এলাকার জনসাধারণকে সাথে নিয়ে বৈষম্যহীন সুন্দর ও একটি সুখী সমৃদ্ধ মডেল ছদাহা গঠন করতে চাই। এই লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদ এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *