বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন পরমব্রত-পিয়া

বছর দু’য়েক আগে যখন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায় আর পিয়া চক্রবর্তীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তখনই নেপথ্যের ব্যক্তি হিসাবে নাম উঠে এসেছিলো, কলকাতার জনপ্রিয় এক অভিনেতার নাম। গুঞ্জন ওঠে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের জেরেই এই বিচ্ছেদ।

বছর দু’য়েক পরে সেই গুঞ্জনই সত্যি হলো। সাতপাকে বাঁধাই পড়লেন পরমব্রত-পিয়া। গুঞ্জন সত্যি হতেই হুলুস্থূল টলিউডে। প্রথম যখন পরমব্রতর দিকে অভিযোগের আঙুল উঠেছিল, তখন প্রচণ্ড প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। প্রযোজক-পরিচালক-অভিনেতার দাবি, অপপ্রচার চলছে তার নামে।

সোমবার সকালেই জানা যায়, বিকেলে খুব সাদামাটা আয়োজনে এবং একান্তই কাছের মানুষের উপস্থিতি সাতপাকে বাঁধা পড়ছেন তারা। শেষ খবর পর্যন্ত, বিয়ের অনুষ্ঠান চলছিলো। তবে বিস্তারিত কিছুই জানা যায়নি। কারণ, সেখানে গণমাধ্যমের প্রবেশ ছিলো একেবারেই নিষিদ্ধ।

সোমবার দুপুরে যোধপুর পার্কের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে সারেন পরম-পিয়া। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর আইনি বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা।

জানা গেছে, পরমব্রত-পিয়ার আইনি শুভ পরিণয়ে উপস্থিত ছিলেন ২৫ থেকে ৩০ জন। মেনুতে এলাহি কিছু নয়, ভাত-ডাল, মাছ-মাংস, চাটনি, মিষ্টি ছিল।

বর-কনের সাজ একেবারে ছিমছাম অথচ নজরকাড়া। পরমব্রতর পরনে গেরুয়া পাঞ্জাবি, সাদা পাজামা আর জওহর কোট। বিয়ের সাজে ছক ভেঙেছেন পিয়া। লাল নয়, কনে পরেছেন সাদা বেগমপুরি, লাল জামদানি ব্লাউজ়। সোনার গয়নায় সেজেছেন নববধূ। গলায় সোনার লহরি হার, হাতে সোনার কঙ্কন আর বালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *