সিগন্যাল না মেনে কালুরঘাট সেতুতে মোটরসাইকেল, অল্পের জন্য রক্ষা
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তেলবাহী একটি ওয়াগন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সেতু পার হওয়ার সময় বেপরোয়া কয়েকটি মোটরসাইকেল ওয়াগনটির সামনে এসে পড়ে। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেতুর মাঝ বরাবর এ ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি ধীর থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। সেতুতে ওঠে যাওয়া মোটরসাইকেলগুলো ফের ঘুরিয়ে বোয়ালখালী অংশে ফিরে যায়।
রাজু নামে এক প্রত্যক্ষদর্শী সিভয়েস২৪’কে বলেন, ‘অল্পের জন্য দুর্ঘটনা ঘটেনি। ফার্নেস অয়েলবাহী ওয়াগনটি ব্রিজে ওঠার আগে থেকে হর্ন দিয়ে আসছিল। এরপরও বোয়ালখালী অংশ থেকে কয়েকটি মোটরসাইকেল দ্রুতগতিতে ব্রিজ পার হওয়ার চেষ্টা করে সেতুতে ওঠে যায়। এর মধ্যে ওয়াগনটিও সেতুর মাঝ বরাবর পৌঁছে যায়। পরে দ্রুত কয়েকটি মোটরসাইকেল ঘুরে চলে যায়। আর কয়েকটি ব্রিজের পাশে থাকা আলাদা জায়গায় সরে যায়।’
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন তিন শিফটে ৬ জন গেটম্যান কাজ করে। ট্রেন আসার আগে গেটম্যান থেকে ক্লিয়ারেন্সের নিয়ে ট্রেন ব্রিজে ওঠে। নির্দেশনা অমান্য করে বেপরোয়া মোটরসাইকেলগুলো ব্রিজে ওঠে পড়ে।’
কক্সবাজারের পথে ট্রেন চলাচলের জন্য যান চলাচল বন্ধ রেখে সেতুর সংস্কার কাজ চলছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। কার্পেটিংয়ের কিছু কাজ সেরে শিগগিরই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চল অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ) আরিফুল ইসলাম।