সিডিএ চেয়ারম্যানের পদত্যাগ চায় ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের পদত্যাগ দাবি করা হয়েছে ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’ এর ব্যানারে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে সিডিএর ভবনের সামনে বিক্ষোভ করে তারা এ দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিডিএর বোর্ড মিটিং থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছিল। পরদিন ৫ আগস্ট কোতোয়ালী থানায় সিডিএ চেয়ারম্যানের নির্দেশে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়। এতে সিডিএর বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন।
তারা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নামে ৫০ কোটি টাকা বরাদ্দ নিয়ে নিজের পকেট ভারি করেছেন চেয়ারম্যান। একই সঙ্গে গত ১৫ দিনে সিডিএর বিভিন্ন কর্মকর্তার ব্যাংক হিসাবে ১০০ কোটি টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামের প্রায় প্রতিটি সরকারি দপ্তর থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্তদের সরানো হয়। কিন্তু এখনো সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ রয়ে গেছেন। ইউনুছ ব্যাক ডেটে চেক সই করে অর্থ লুটপাট করেছেন। তাই আমাদের দাবি একটাই, দুর্নীতিবাজ চেয়ারম্যানকে পদত্যাগ করতেই হবে।
পরে ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’ এর পক্ষ থেকে বিক্ষোভকারীরা সিডিএ সচিব রবীন্দ্র চাকমার কাছে স্মারকলিপি দেন।