জাতীয়

সিন্ডিকেট বলে কিছু থাকবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, সিন্ডিকেট বলতে কিছু থাকলে তাকে কীভাবে ধ্বংস করা যায়, এবং কী প্রক্রিয়ায় ধ্বংস করা যায় সেটি উদ্ভাবন করে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সিন্ডিকেট বলে কিছু থাকবে না। হাট-বাজারে যারা মজুদদারি করে তাদের অনুরোধ করছি হারাম ব্যবসা করবেন না। রমজান মাসে সুন্দরভাবে মানুষ যেন সিয়াম সাধনা করতে পারে সেজন্য ব্যবসায়ীরা সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার, ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হুমনাথ ভাণ্ডারী, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি জ্যাকুন শি, জেলা প্রশাসক আবুল ফাতেম মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *