সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি
টানা এক সপ্তাহ ধরে বাড়তে থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে।
রোববার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ মিটার।
২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।
অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৭ মিটার। ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৩ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনার পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা পানি কমবে।