চট্টগ্রাম

সিলেটে ৩১ মামলায় পলাতক আসামি সস্ত্রীক গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত ১৩টিসহ ৩১ মামলায় গ্রেপ্তার হলেন সিলেটের আলোচিত বড় ভূইয়া টাওয়ারের মালিক ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া। প্রতারণাসহ বিভিন্ন ধারায় দায়েরকৃত ৩১ মামলায় দীর্ঘ কয়েক বছর সস্ত্রীক পলাতক ছিলেন তিনি।

শুক্রবার (৫ জুলাই) রাত ১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপির কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এসআই অজয় শংকর চৌধুরীর নেতৃত্বাধীন পুলিশ বড় ভূঁইয়া ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) সিলেট নগরের জিন্দাবাজার কাজী ইলিয়াছ পলাশী ২৭ বড় ভূঁইয়া টাওয়ারের মৃত ডা. আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে। তার সঙ্গে গ্রেপ্তার হন বড় ভূঁইয়ার স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫), তিনি কোতোয়ালি সিআর-৭৪১/১৬ মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম শুক্রবার (৬ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়ার বিরুদ্ধে সিলেটে দায়রা-৮৮২/১৮, দায়রা-১৮০১/১৭, ১৫৯৬/১৭, ২০৯২/১৭, ১৩৪/২২, ২৬৫৮/১৭, ১০৮৬/১৬, ৬১/১৮, ১৭৪৯/১৭, ৪৮/১৮, ৬৫/১৮, কোতোয়ালী সিআর-৯১৬/১৮, দায়রা-৪৭/১৮, ১৩টি সাজা পরোয়ানা রয়েছে।

এছাড়া এসএমপির শাহপরান সিআর-১৯/১৭, বিদ্যুৎ সিআর-৪৩৮/২১, কোতোয়ালি সিআর-৬০৭/১৮, সিআর-৫৮৪/১৮, সিআর-৭২৯/১৭, সিআর-৯১৫/১৮, সিআর-১০২৪/১৫, জিআর-২০৯/১৬, সদর সিআর-৬৩৪/১৬, সিআর-৪৮৮/১৬, সিআর-৭৪৯/১৬, সিআর-৪৮৯/১৬, জালালাবাদ সিআর-১২৮/১৬, জৈন্তাপুর সিআর-১১/২৩, কোতোয়ালী সিআর-৫৫৫/১৮, সিআর-৭২৮/১৭, বিদ্যুৎ সিআর-৫৭৭/২২ সহ সর্বমোট ৩০টি পরোয়ানায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *