চট্টগ্রামসীতাকুন্ড

সীতাকুণ্ডের এসিল্যাণ্ডের ব্যতিক্রমী উদ্যোগ, সনদে থাকবে কিউআর কোড

চট্টগ্রামের সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন সেবাগ্রহীতাদের জন্য এক ব্যতিক্রমী সেবা চালু করেছেন। ১ বছর আগে নেওয়া ব্যক্তিগত এই উদ্যোগের ফলে এখন থেকে ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ জাল করার কোনও সুযোগ থাকবে না। মূলত জাল সনদ ব্যবহার করে জমির রেজিস্ট্রেশন ও নামজারি ঠেকাতেই অনলাইন সনদ ব্যবস্থাপনা নামে এমন উদ্যোগ বাস্তবায়ন করেছেন এসিল্যাণ্ড আলাউদ্দিন।

রবিবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেছেন সীতাকুণ্ডের সংসদ সদস্য এস এম আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

সীতাকুণ্ড উপজেলা ভূৃমি অফিস সূত্রে জানা গেছে, প্রতারণা করে অন্যের জমি নামজারি করে নেওয়ার ঘটনা প্রায়শ ঘটে। এতে গরীব, অসহায় মানুষেরা সীমাহীন ভোগান্তিতে পড়েন। বছরের পর বছর মামলা নিয়ে শ্রম, অর্থ দুটোই খরচ হয়। এরপরও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ফিরে পান না। অসাদু চক্রের সহযোগিতায় নিজের আপনজনকে বঞ্চিত করে কেউ কেউ। এসব ঘটনা যেন না ঘটে সেজন্যই জাল সনদ ঠেকাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। তার একান্ত প্রচেষ্টায় এই সিস্টেম চালু হয়েছে।

অনলাইন সনদ ব্যবস্থাপনা চালু করতে এসিল্যাণ্ড নিজেই একটি ওয়েবসাইট তৈরি করেন। সেই ওয়েবসাইট থেকে সেবাগ্রহীতারা কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন। আর সনদে থাকা কিউআর কোড স্ক্যানার করে সনদটি আসল নাকি নকল গ্রাহক নিজেই সনাক্ত করতে পারবেন। এতে করে জাল সনদ দিয়ে নামজারি করার কোন সুযোগ কেউ পাবে না। এসিল্যাণ্ড আলাউদ্দিনের এই উদ্যোগের সুফল এখন পেতে শুরু করেছেন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দারা।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের সংসদ সদস্য এস এম মামুন বলেন, এসিল্যাণ্ড আলাউদ্দিনের গৃহীত উদ্যোগটি আমার খুব ভালো লেগেছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে এখন আর কোন দুষ্ট চক্র জাল সনদ ব্যবহার করে জমি আত্মসাৎ করার সুযোগ পাবে না। কমে আসবে হয়রানি, অন্যের জমি নিজের করে নেওয়ার দিন শেষ।

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে এই সিস্টেম চালু হয়েছে। সীতাকুণ্ডবাসী খুব ভাগ্যবান যে এরকম একটি সিস্টেম পেয়েছে। এটি এসিল্যাণ্ড আলাউদ্দিনের কারণেই সম্ভব হয়েছে। আমি তাকে সবসময় নির্দেশনা দিয়ে আসছি। সমন্বিতভাবে উপজেলার ভূমি সেবা সহজীকরণে চেষ্টা করে যাচ্ছি। আমাদের লক্ষই মানুষকে নির্ভিঘ্নে সেবা দেওয়া।

সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, যোগদানের পরপরই অনলাইন সনদ ব্যবস্থাপনাসহ কয়েকটি স্মার্ট উদ্যোগে হাতে নিয়েছি। এর মধ্যে অনলাইন সনদ ব্যবস্থাপনা অন্যতম৷ কিছুদিন আগে এটির কাজ শেষ করেছি। এটি করতে গিয়ে উপজেলার সবকটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহযোগিতা পেয়েছি। আমি চাই মানুষ ভূমি সংক্রান্ত হয়রানি থেকে রেহাই পাক। কেউ যেন কারো জমি অন্যায়ভাবে, প্রতারণা করে নামজারি করে নিতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ভূৃমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করাই আমার অন্যতম লক্ষ্য। এই সিস্টেমের ফল সীতাকুণ্ডের মানুষই সুবিধা ভোগ করবে। আমি বদলী হলেও সিস্টেম কখনও বদলী হবে না।

তিনি আরও বলেন, ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানি শিকার না হন। এই সিস্টেমে ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদের একপাশে স্ক্যানার করার জন্য কিউ আর কোড যুক্ত থাকবে। এই কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে আসল না নকল বুঝা যাবে। যেকেউ এটি পরীক্ষা করতে পারবে। এখন থেকে সেবাপ্রার্থীরা এ ধরণের হয়রানিতে পড়ার আর কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *