সীতাকুণ্ডে চোরাই গরুসহ ৪ চোর গ্রেপ্তার
সীতাকুণ্ডে গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দক্ষিণ সলিমপুর ডিসি পার্ক সংলগ্ন কেওড়া বাগান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে পরিত্যক্ত একটি ঘর থেকে দুটি গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাহিম ও ইউনূসের ছেলে মোহাম্মদ কাউসার, দক্ষিণ সলিমপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র মোহাম্মদ দিদার এবং পটিয়া উপজেলার বাগ দন্ডীম গ্রামের জালাল আহমেদের ছেলে মোহাম্মদ হেলাল।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, চলমান চোর ডাকাত বিরোধী অভিযানের অংশ হিসাবে ডিসি পার্কের দক্ষিণে কেওড়া বাগানের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে চার গরু চোরকে গ্রেপত্া করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে সীমা স্টিল মিলের পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে চোরাই যাওয়া দুটি গরু উদ্ধার করে পুলিশ। মামলা দায়ের পরবর্তীতে আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে উদ্ধারকৃত গরু মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, এই গরুচোর চক্রের বিশাল একটা সিন্ডিকেট রয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।