চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিক্ষোভ, মহাসড়কে যানজট-দুর্ভোগ

এবার কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-আইআইইউসির শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে অন্তত ৬০ কিলোমিটার দীর্ঘ যানজট।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল ১১টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আইআইইউসির শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বললেও অবস্থানে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

এদিকে দুপুর ১২ টার দিকে ছাত্রলীগকর্মী সন্দেহে দুজনকে পিটিয়ে আহত করেছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি- ছাত্রলীগের ছেলেরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালালে তারা পাল্টা হামলা চালায়।

এদিকে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এখনো পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *