চট্টগ্রামসীতাকুন্ড

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স একশ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি আরও বলেন, হাসপাতালে অপারেশন থিয়েটারের আধুনিকায়ন করে জরুরি অপারেশনের জন্য একজন সার্জন নিয়োগ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, ইউএনও কে এম রফিকুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *