দেশজুড়ে

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন বলে বন‌ কর্মকর্তা জানান। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।

কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।টর্চ লাইটের আলোয় দূর থেকে ২ জন শিকারীকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *