চট্টগ্রামশিক্ষা

সুশাসন প্রতিষ্ঠায় নৈতিকতার বিকল্প নেই: সিভাসু

সুশাসন প্রতিষ্ঠায় নৈতিকতার বিকল্প নেই। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে কর্মশালায় এমন অভিমত ব্যক্ত করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিকে সিভাসু উপাচার্যের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট ড. মো. কাউছার-উল-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম লুৎফল আহসান।

বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান প্রতিশ্রুতির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. গউজ মিয়া, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।

কর্মশালায় স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সেবার মান বৃদ্ধি, কম সময়ে, স্বল্প ব্যয়ে ও ভোগান্তি ছাড়া সেবা প্রদান এবং স্বপ্রণোদিতভাবে সেবা প্রদানে উৎসাহী করতে ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। তথ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকারের ফোকাল পয়েন্ট খলিলুর রহমান। সেবা প্রদান প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *