সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত (সাত ঘণ্টায়) সারাদেশে ২৭ দশমিক ৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে।
আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ইসির পক্ষ থেকে জানানো হয়, এর পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে, এবং ১৫ ব্যাক্তি জাল ভোট দেয়া কিংবা জাল ভোটে সহায়তা করার জন্য তাদের মেয়াদে শাস্তি বা দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং সহ যারা জাল ভোট প্রদান করতে গেছেন তারাও রয়েছেন।
ইসি জানায় ছোটখাটো ৩০/৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে।
এ ছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গিয়েছে একজন গতরাতে দায়িত্বপালন কালে হার্ট অ্যাটাক করে মারা যায়। আরেক আজ কে জামালপুরে একজন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে।