সোমবার থেকে সারাদেশে বৃষ্টি বাড়বে
চলতি মাসে অতি তীব্র তাপদাহ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো দুদিন দেশের বিভিন্ন জেলয়া থেমে থেমে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে ছয় তারিখ থেকে বৃষ্টির ব্যাপ্তি সারাদেশেই বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হলেও দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপদাহ বিরাজ করবে। সাগর যেহেতু উতপ্ত রয়েছে তাই ১৫ তারিখ পরে একটি ঝূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, গতকাল রাজধানীর আগারগা স্টেশনে রেকর্ড অনুযায়ী রাজধানীতে বৃষ্টি হয়েছে মাত্র ১০ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে ৬৭ মিলিমিটার।
তিনি আরও জানান, এখনও দক্ষিণ এশিয়ার পুরো অংশ উত্তপ্ত রয়েছে। সেখানে বৃষ্টিপাতেরও সম্ভাবনা কম থাকায় দেশে সহসায় গরম কমছে না।
গতকাল রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।