জাতীয়ধর্ম

সৌদি আরব পৌঁছেছেন ৬১ হাজার বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৬১ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৬ হাজার ৬৩৪ জন।

গতকাল সরকারি ব্যবস্থাপনার দশম ফ্লাইটের হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া হজ পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের দ্বিতীয় দল মক্কায় পৌঁছেছেন গতকাল।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৫৬টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮১টি, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। তাদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *