দেশজুড়ে

স্ত্রীর অধিকার পেতে নারীর অনশন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্ত্রীর অধিকার পেতে মাহমুদ কলি নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী।

অনশনে থাকা ওই নারী গোশাইপুর ইউপির মাটিয়াকুড়া এলাকার বাসিন্দা। মাহমুদ কলি একই উপজেলার ধাতুয়া গ্রামের বাসিন্দা।

ওই নারী বলেন, মোবাইল ফোনে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মাহমুদ তার বন্ধুদের বাসায় নিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত মাসে গাজীপুরের শ্রীপুর এলাকায় সরকারি কাজির কাছে নিয়ে বিয়ে করেন। ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে আট-দশদিন একসঙ্গে থাকি। বিয়ের বিষয়টি তার বাড়িতে জানালে তার পরিবার মেনে নেবে না জানালে সে আমাকে রেখে চলে আসে।

এদিকে, বাড়িতে এসে ফোনের মাধ্যমে আমার কাছে যৌতুকের টাকা দাবি করে। আমার সঙ্গে অনেক বাজে ব্যবহারও করে আমার স্বামী। আমি আজ আমার স্বামীর বাড়িতে উঠেছি, আমি আমার স্বামীর অধিকার চাই।

এদিকে, অনশনের কথা জেনেই কৌশলে পালিয়ে গেছে মাহমুদ কলি।

গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক বলেন, ঘটনা শুনেছি। তারা উভয়ের আমার ইউনিয়নের। আমি আরো খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনে আইনি সহায়তা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *