আন্তর্জাতিক

স্ত্রীর দুর্নীতির দায়ে সরকারি দায়িত্ব থেকে বিরত স্পেনের প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ উঠেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে। এই ঘটনায় শুরু হয়েছে বিচারিক তদন্ত। বুধবার (২৪ এপ্রিল) এই বিষয়ে পেদ্রো সানচেজ জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলাকালীন সকল সরকারি দায়িত্ব থেকে বিরত থাকবেন তিনি।

পেদ্রো সানচেজ বলেন, তার স্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা সত্য নয়।

তদন্ত চলাকালে অন্তত আগামী সোমবার পর্যন্ত সরকারি দায়িত্ব পালন থেকে নিজেকে দূরে রাখার কথা জানান এ সরকারপ্রধান। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে পেদ্রো সানচেজ এক্সে আপলোড করা এক পোস্টে বলেন, ‘আমার একটা বিরতি দরকার। চিন্তা করা দরকার। জরুরি ভিত্তিতে আমার এ প্রশ্নের উত্তর জানা দরকার যে আমার সরকারে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত, নাকি সরে যাওয়া প্রয়োজন। ’

পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ (৪৯) স্পেনের রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন। সরকারি কোনো দায়িত্বও পালন করেন না তিনি। স্পেনে আইনি লড়াই চালানোর প্ল্যাটফর্ম মানোস লিমপিয়াস (ক্লিন হ্যান্ড) অভিযোগ তুলেছে, ব্যবসায়িক চুক্তি সইয়ের ক্ষেত্রে নিজের প্রভাব কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রোর স্ত্রী।

মানোস লিমপিয়াসের নেতার নাম মিগুয়েল বার্নার্ড রেমন। তিনি ডানপন্থী ব্যক্তি হিসেবে স্পেনে পরিচিত। মাদ্রিদের একটি আদালত এ প্ল্যাটফর্মের অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী পেন্দ্রো সানচেজের পাশাপাশি স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস বেগোনা গোমেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে মিথ্যা বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *