স্বতন্ত্র প্রার্থী গিয়াসের এজেন্টের কার্ড কেড়ে নিল দুর্বৃত্তরা
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্টের ওপর হামলা করে এজেন্ট কার্ড ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রাম ও ওচমানপুরে এ ঘটনা ঘটেছে। এ সময় ওই এজেন্ট ও ঈগলের দুই সমর্থক আহত হয়েছেন। আহতরা হলেন, এজেন্ট শরিফ উদ্দিন (৫৬), সমর্থক শহীদুল ইসলাম (৪০), পলাশ মল্লিক (৩৫)।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী জসীমসহ আরও ১০-১২ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী এজেন্ট শরীফের উপর হামলা চালিয়েছে। এ সময় তাঁর কাছ থেকে এজেন্ট কার্ড ছিনিয়ে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন তারেক বলেন, আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, এক প্রার্থীর এজেন্টের উপর হামলার বিষয়টি ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।