স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা মাহিয়া মাহির
রাজশাহী-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি তিনি।
তানোর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়নপত্র নেন তার ভগ্নিপতি জামাল উদ্দিন।
মাহি সংবাদ মাধ্যমকে বলেন, আমি তানোরে বেড়ে উঠেছি। নানার বাড়ি সূত্রে সেখানে আমার বাড়ি আছে। ছোটবেলা থেকেই এখানকার মানুষ আমার পরিচিত। আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি। তবে দল যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে।
আরও পড়ুনঃ করণ জোহরের অনুষ্ঠান ছাড়ার হুঁশিয়ারি কাজলের!
মাহি বলেন, যেহেতু দল থেকে বাধা নেই তাই আমি স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হচ্ছি। আমার আশা এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসন থেকে নৌকার টিকিট চেয়ে একটিতেও মনোনয়ন পাননি মাহি।