দেশজুড়ে

স্বর্ণ লুটের ঘটনায় আটক র‍্যাব কর্মকর্তা

মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যবসায়ীর শত ভরি স্বর্ণ লুটের ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন র‍্যাবের একজন কর্মকর্তাও। র‍্যাব-১ কার্যালয়ে কর্মরত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ শামীমুজ্জামান।

রোববার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম। তিনি বলেন, আটককৃত শামীমুজ্জামান র‍্যাব-১ কার্যালয়ের ডিএডি হিসাবে কর্মরত আছেন। শনিবার রাতে তাকে র‍্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। রোববার দুপুরে বাকি আসামিদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সুমন হালদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা এলাকায় র‍্যাব পরিচয়ে সুমন হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর শতভরি স্বর্ণ লুটে নেয় ডাকাত দল। এসময় ৫ জনকে আটক করে গণপিটুনিয়ে দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মাইক্রোবাসও জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *