দেশজুড়ে

স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট

সর্বোচ্চ তাপপ্রবাহের পরদিন শান্তির বৃষ্টিতে ভিজলো প্রকৃতিকন্যা সিলেট। শুক্রবার (১৭ মে) দুপুরে আর সন্ধ্যার বৃষ্টিতে স্বস্তি আসে জীনজীবনে।

দুপুরের বৃষ্টি অল্পক্ষণ স্থায়ী হলেও সন্ধ্যার বৃষ্টির পর শীতল হয় নগরজীবন। এ সময় বৃষ্টি আর সাথে সাথে দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকাতে দেখা গেছে। অনেকে গরম থেকে গা ভিজিয়েছেন স্বস্তির বৃষ্টিতে।

আবহাওয়া অধিদফতর জানায়, বিকেল পর্যন্ত সিলেটে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দুপুর ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত্কাল তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ২ ডিগ্রি। যা চলতি বছরে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *