স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৭ মার্চ) নগরের আনসার ক্লাবস্থ অপরাজেয় বাংলাদেশের কার্যালয়ে ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক শৈবাল দাশের উদ্যোগে শিশুদের মাঝে এ ঈদ উপহার ও ইফতার বিতরণ করা হয়।
এ সময় তিনি ছাত্রলীগ নেতা শৈবাল দাশের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজের অবস্থাসম্পন্ন ব্যাক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে সাবেক মেয়র আ জ ম নাছির অপরাজেয় বাংলাদেশে অবস্থানরত শিশুদের পড়ালেখা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
ছাত্রনেতা রাজবীর আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জাবেদুল আলম সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল বাহার চৌধুরী, প্রকৌশলী সৈকত দাশ, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী, সহ সম্পাদক পৌলম দেব বুবুন, সাবেক ছাত্রনেতা তারন দাশ প্রলয়, রত্নেশ্বর দাশ জিতু, কাজী সারাফাত হোসেন সাফী।