‘স্যোশাল মিডিয়ায় ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে চট্টগ্রামের এক মতবিনিময় সভায় উঠে এসেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) নগরীর হোটেল সৈকতে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ বলেন, গুজব সারাবিশ্বেই একটা প্রভাব বিস্তারকারী বিষয়। অনেক আগে থেকেই এটা আছে। নগরবাসীর সাক্ষরতা বেশি হলেও অন্য এলাকায় কম। তাই গুজব নিয়ন্ত্রণ কঠিন। ধর্মীয় বিষয় নিয়ে উস্কানির শুরু সুনামগঞ্জের শাল্লা থেকে। এসব বিষয় নিয়ে সরকার অনেক তৎপর। একদম তৃণমূল থেকে সব শ্রেণি-পেশার মানুষ নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তবে পুরোপুরি এ ধরণের ঘটনা থামানো যায়নি। আসলে প্রতিরোধমূলক নয় প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। শিক্ষা ক্ষেত্রে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি যারা ইনফ্লুয়েন্সার আছেন তাদের ভূমিকাও দরকার। অভিভাবকদের মিস ইনফরমেশন ব্যবহারে সন্তানদের ব্যবহার প্রবণতাও আছে। এটা বন্ধ করতে হবে। ফ্রি ল্যান্সারদেরও আমরা সচেতনতা সৃষ্টিতে কাজে লাগানোর পরিকল্পনা করেছি। শিশু কিশোরদের প্রযুক্তি থেকে দূরে রাখা আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কতক্ষণ, কোন কনটেন্ট দেখবে সেটা নির্ধারণ করা যেতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু বলেন, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। একে অন্যের প্রতি সম্মান, আন্তরিকতা ও বিশ্বাস থাকতে হবে। প্রযুক্তি ব্যবহার করে কি করব সেটা ঠিক করতে হবে। একে অন্যের ক্ষতি নয়।
এ বিষয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষণা সহকারী ইফতেখার হাসান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, অধ্যক্ষ সৈয়দ মো. আবু ছালেহ, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, বেসরকারি উন্নয়ন সংস্থার ইকবাল বাহার সাবেরী, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাঈদুল আরেফীন, অধ্যাপিকা সালমা আহসান, প্রধান শিক্ষক টিংকু ভৌমিক, বাংলাদেশ আদিবাসী ফোরামের শরৎ জ্যোতি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান, ফারজানাসহ অনেকে।