হাটহাজারীতে আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ১৩টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৭ মে) সকাল ১১ টার দিকে ইউনিয়নের উত্তর ছাদেকনগর গ্রামের শহর আলীর বাড়িতে অর্থাৎ স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসের বাড়ির পাশে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, মো. জসিম উদ্দিন, মো. জিসান উদ্দিন, মোহাম্মদ আলী, ওসমান আলী, আজগর আলী, মঞ্জুরুল আলম, করিম উদ্দিন, আবুল হোসেন, আবুল কাসেম, মো. আলী, মো.বেলাল উদ্দিন, মো. আলাউদ্দীন ও জিয়াউল হক। এদের মধ্যে ওসমান আলীর নগদ ৫ লাখ, মো. জসিম উদ্দিনের নগদ ১ লাখ, মো. জিসানের নগদ ৫০ হাজার টাকা সহ ৫০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির দাবি। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
স্থানীয়রা জানায়, শুক্রবার আনুমানিক বেলা এগারটার দিকে শহর আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত অন্য বাড়িতে ছড়িয়ে পড়লেও বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকার কারণে টিনের ছাউনির ঘরে আগুন নেভানোর কাজে সাহায্য করতে যেতে কেউ সাহস করেনি। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগে ১৩ পরিবারের সব পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, আগুনে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।